ঘুমে ব্যাঘাত ঘটানোয় স্বদেশিকে হত্যা করলো বাংলাদেশি

মালয়েশিয়ায় ঘুমন্ত রুমমেটকে বিরক্ত করায় স্বদেশি মোহাম্মদ সবুজকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জুয়েল মিয়া নামে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং জেলার হাজি মান্নান ফ্ল্যাটের ব্লক এলের একটি রুমে এ ঘটনা ঘটে।

ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহরিন মোহাম্মদ নোহ জানিয়েছেন, সকাল ১০টার দিকে নিহতের নিয়োগকর্তা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ সবুজকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অভিযুক্ত ২৭ বছর বয়সী জুয়েল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এদিন বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছেন, তার ঘুমের সময় বিরক্ত করায় রাগের বশে সবুজকে ছুরিকাঘাত করে সে। এসময় একই ফ্ল্যাটে থাকা নিহত বাংলাদেশির চার বন্ধুকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন